কাটোয়া-লাডপুর-চন্ডিদাস-বোলপুর

কাটোয়া স্টেশনের পরে যে রাস্তাটা “কেতুগ্রামের” দিকে
গেছে, সেটির দুপাশে শুধুই ধানক্ষেত।

এখানের সবচেয়ে বড় নদী ‘অজয় নদ’ একটু দূরেই গঙ্গার
সাথে মিশেছে। কেতুগ্রামে “গীতাভবন” বলে একটি
আশ্রম আছে আমার পূর্ব পরিচিত।

দুর্গাপুজো উপলক্ষ্যে সেখানে দেখি নাচ গানের মহড়া চলছে।
তাদের একনিষ্ঠ অনুশীলনে আমি মুগ্ধ হয়ে গেলাম।সেখানে

পাশ দিয়ে বয়ে চলেছে ঈশানী নদী।

সেখানে বাচ্চাদের কতই না কেরামতি।

পাশ দিয়ে বয়ে চলেছে ঈশানী নদী।

Written By Sandip Chatterjee